
জেনে নিন কীভাবে বদলাবেন পাংচার হওয়া চাকা?
গাড়ি নিয়ে রাস্তাঘাটে বিপদে পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
সবচেয়ে বেশি বোধহয় ভোগান্তি হয় চাকা পাংচার হয়ে গেলে। অনেক দিন ধরেই গাড়ি চালাচ্ছেন, কিন্তু একা একা চাকা বদলে ফেলতে পারেন না, এমন মানুষ খুঁজে পাওয়া অত কঠিন নয় (সম্ভবত)। ছবিতে দেখে নিন, কেমন করে চাকা বদলাবেন।
যারা জানেন, তারাও নাহয় আরেকবার ঝালিয়ে নিলেন বিদ্যেটা।









