পপুলারের উদ্যোগে হেপাটাইটিস-বি কর্মশালা কার কারিগরে

পপুলারের উদ্যোগে হেপাটাইটিস-বি কর্মশালা কার কারিগরে

কার কারিগরের কর্মীদের জন্য হেপাটাইটিস-বি ভাইরাস বিষয়ক সচেতনতা কর্মশালা হয়ে গেল গত ১১ ফেব্রুয়ারি ২০২০।

দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ওই আয়োজনে গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান কার কারিগরের মেকানিক, টেকনিশিয়ান ও কর্মীরা উপস্থিত ছিলেন।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কার কারিগর কার্যালয়ে পপুলার গ্রুপের হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারের ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আরিফুর রহমান বিস্তারিত আকারে হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রমণের বিপদ ও সুরক্ষার নানা দিক নিয়ে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এরপর ১৪ জানুয়ারি পপুলার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে কার কারিগরের সকল কর্মীর হেপাটাইটিস-বি ভাইরাস পরীক্ষা করা হয়। সংক্রমণ থেকে সুরক্ষা পেতে করণীয় বিষয়ে কর্মীদের বিশদ ধারণা দেওয়া হয়।

Carkarigor